বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

শাস্তি চাই

রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সশস্ত্র হামলার ঘটনাটি ভয়ঙ্কর, ন্যক্কারজনক এবং দুঃখজনক। টেলিভিশনের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং পত্রপত্রিকায় প্রকাশিত নানা ছবিতে কারা অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে তাও চিহ্নিত হয়েছে। তারপরও সরকারের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত মন্ত্রীরা একে জামায়াত-শিবিরের নাম দিয়ে ছাত্রলীগের নামকে ধামাচাপা দিতে চাইছেন? কিন্তু কেন? তারা সরকারি দলের ছাত্র সংগঠন বলে? ছাত্রলীগ এ ধরনের শসস্ত্র হামলা অতীতেও বার বার করেছে। কিন্তু বরাবরই তারা সরকারি ছত্রছায়ায় কোনো না কোনোভাবে পার পেয়ে গেছে। আর সে কারণেই তারা বার বার এ ধরনের আক্রমণের সাহস পাচ্ছে। শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু শুধু আশ্বাস নয়, আন্তরিক সদিচ্ছাও কাম্য। শিক্ষাঙ্গনে যারা প্রকাশ্যে অস্ত্র হাতে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ঘটনার পুনরাবৃত্তি থামানো যাবে না। তা ছাড়া ছাত্রলীগকে বার বার প্রশ্রয় দিলে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে যা তাদের জন্য বিব্রতকর। আমরা আশা করি যতশীঘ্র সম্ভব ভিডিও ফুটেজ দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।

সর্বশেষ খবর