বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সাগর-রুনি হত্যার বিচার হবে কি?

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন। ওই সময়ের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের গ্রেফতারের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এরপর ১১ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হলো। কিন্তু গত বছর সন্দেহভাজনভাবে কয়েকজনকে আটক করা হলেও ধরা পড়েনি হত্যাকারীরা। এ ব্যর্থতা কি প্রশাসনের, নাকি সরকারের? সাংবাদিক সমাজসহ সাধারণের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি এ হত্যাকাণ্ডের বিচার হবে না?

টিটু দাস, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

 

সর্বশেষ খবর