শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

অথ: লেভেল প্লেয়িং ফিল্ড

'লেভেল প্লেয়িং ফিল্ড' এই ইংরেজি বাক্যটি আদিতে বিরোধী দলের কিছু নেতা, উপনেতা, পাতি নেতা, তাদের হরতাল-অবরোধ আন্দোলনে প্রয়োগ করেছেন। অভিযোগ আছে, এসব নেতা মাঠে থাকেন না। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে বসে, ভুনা-খিচুড়ি, ভুনা মাংস দিয়ে আহার খেয়ে আন্দোলনে যাবেন। ধারণা করা হয়, তারাই এই অজুহাত বের করেছেন এই বলে যে, সরকারের নিরাপত্তা বাহিনী তাদের ঘর থেকে বের হতে দেয় না, রাস্তায় দাঁড়াতে দেয় না। তাই তাদের ইংরেজিতে যুক্তি হলো 'লেভেল প্লেয়িং ফিল্ড' দিতে হবে। কিন্তু বিস্ময়কর হলো, হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, পেট্রলবোমায় পুড়িয়ে মারা ইত্যাদি কার্যক্রমে সরকার-বিরোধীদের 'লেভেল প্লেয়িং ফিল্ড' দরকার হয় না। দরকার পড়ে যখন গণতান্ত্রিক নিয়মনীতির মধ্যে থেকে গণতন্ত্রের পোশাক পরে, গণতন্ত্রের সুযোগ-সুবিধা ফায়দা উঠানোর সময় 'লেভেল প্লেয়িং ফিল্ড' এই বাক্যটা তো রাজনীতির ময়দানে, জিকির হয়ে দাঁড়িয়েছে। সুশীল সমাজ, বুদ্ধিজীবী মহলেও এটা প্রচলন হয়ে গেছে ও গণতন্ত্রে বিরোধীদের অধিকারের সমর্থনে। তবে সত্য ও ন্যায়ের দাবিতে সহিংস জনগণের শক্তিই হলো গণতন্ত্রের 'অস্ত্র'। এ অস্ত্র যখন একতাবদ্ধ হয়ে গর্জে উঠবে, তখন 'লেভেল প্লেয়িং ফিল্ডে'র দরকার হবে না।

মোহা. নাছিরউল্লাহ খান

ফকিরাপুল, ঢাকা।

 

 

 

সর্বশেষ খবর