১ এপ্রিল, ২০২১ ২২:৪০

গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

লোহাগাড়া উপজেলায় এলাকাবাসীর গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। তার নাম সৈয়দ নুর (২৮)। তিনি একই উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকার মুহাম্মদ ইসলাম প্রকাশ লালু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোরে চুনতি ইউনিয়নের বাগানপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এক নারীর শ্লীলতাহানি করতে গিয়ে ওই যুবক গণপিটুনীর শিকার হন বলে জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই নারী দুই ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। তার স্বামী বান্দরবান জেলার লামা থানার আজিজনগরে ইটভাটায় কাজ করেন। গভীর রাতে বসতঘরের বেড়া কেটে সৈয়দ নুর ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় পাশে থাকা গৃহবধূর বড় ছেলে চিৎকার দিলে এলাকার লোকজন এসে সৈয়দ নুরকে আটক করে। এরপর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সৈয়দ নুর মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্থানীয় চার-পাঁচজন লোক ওই যুবককে মারধর করেছে। যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর