২২ মে, ২০২১ ১৬:৫৬

চট্টগ্রাম আর্চডাইয়োসিসের আর্চবিশপ পদে লরেন্স সুব্রত হাওলাদার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম আর্চডাইয়োসিসের আর্চবিশপ পদে লরেন্স সুব্রত হাওলাদার

অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার ক্যাথলিক খ্রিস্টানদের চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটান আর্চবিশপ পদে লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি অধিষ্ঠান গ্রহণ করেছেন। ভ্যাটিকান সিটি হতে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত ১৯ ফেব্রয়ারি থেকে লরেন্স সুব্রত হাওলাদারকে চট্টগ্রামের আর্চবিশপ পদে নিযুক্ত করেন। 

আর্চবিশপ নিযুক্ত হওয়ার পূর্বে তিনি ২০১৫ খ্রিস্টাব্দ থেকে বরিশাল ডাইয়োসিসের বিশপ পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম ডাইয়োসিসের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি।

উল্লেখ্য, খ্রিস্টভক্তদের উপযুক্ত ও নিবিড় সেবাদানের উদ্দেশ্যে বাংলাদেশে কাথলিক খ্রিস্টানদের ৮টি ধর্মাঞ্চল আছে, এগুলো হল ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও বরিশাল। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম হলো মেট্রোপলিটান আর্চডাইয়োসিস এবং অন্যগুলো ডাইয়োসিস।

প্রতিটি আর্চডাইয়োসিস এবং ডাইয়োসিসের অন্তর্ভূক্ত আছে বেশ কয়েকটি প্যারিশ বা ধর্মপল্লী। প্রতিটি ধর্মপল্লীর ধর্মযাজক ‘প্যারিস প্রিস্ট’ নামে অভিহিত। আর্চডাইয়োসিসসের প্রধান ধর্মযাজক একজন ‘আর্চবিশপ’ এবং ডাইয়োসিসের প্রধান ধর্মযাজক হলেন ‘বিশপ’। 

চট্টগ্রাম ডাইয়োসিসের এলাকা বাংলাদেশের ৯টি প্রশাসনিক জেলা জুড়ে বিস্তৃত। জেলাগুলো হলো: চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এই জেলাগুলোতে কাথলিক খ্রিস্টানদের প্যারিশ বা চার্চ আছে ১১টি এবং সাব-প্যারিশ আছে ৫টি।

আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ১৯৬৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর বরিশাল সদরের নবগ্রাম রোড, গোলপুকুরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে এসএসসি, ১৯৮৪ খ্রিস্টাব্দে এইচএসসি এবং ১৯৮৬ খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দে তিনি একজন ক্যাথলিক যাজক পদে অভিষিক্ত হন।  ২০০০ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ফাদার লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ইতালীর রোমে অবস্থিত পন্টিফিকাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা ও কাউন্সিলিং বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে লাইসেনসিয়েট ডিগ্রী অর্জন করেন।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর