১ জুন, ২০২১ ১৭:০৮

মিতু হত্যা : জীবনের নিরাপত্তা চেয়ে আসামি মুছার স্ত্রীর জিডি

অনলাইন ডেস্ক

মিতু হত্যা : জীবনের নিরাপত্তা চেয়ে আসামি মুছার স্ত্রীর জিডি

ইনসেটে মুছার স্ত্রী পান্না

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার মামলার ‘পলাতক’ আসামি কামরুল ইসলাম শিকদার মুছার স্ত্রী পান্না আক্তার পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, গতকাল সোমবার জবানবন্দি দেওয়ায় পর ক্ষতির আশঙ্কায় আজ মঙ্গলবার দুপুরে এ জিডি করেন তিনি। 

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালে অজ্ঞাতনামা ব্যক্তিরা পান্না আক্তারকে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে কল করে হুমকি দেন। তখন তিনি ওই নম্বরগুলো সংরক্ষণ করতে পারেননি। গতকাল আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে অজ্ঞাতনামা ব্যক্তিরা ক্ষতি করতে পারেন, সে আশঙ্কায় তিনি জিডি করেছেন।

উল্লেখ্য, মিতু হত্যা মামলায় দুই নম্বর আসাম মুছা হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ রয়েছেন। মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের এক সময়ের সোর্স মুছার মাধ্যমেই স্ত্রী মিতুকে হত্যা করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

হত্যাকাণ্ডের কয়েকদিন পরই পুলিশ মুছাকে আটক করেছে বলে মুছার স্ত্রী পান্না শুরু থেকেই দাবি করে আসছেন। তবে পুলিশ বলছে মুছাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর