২৯ অক্টোবর, ২০২১ ২২:০৪

'দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়'

জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে এ সময় প্রয়োজন উন্নয়নের ধারা অব্যাহত রাখা।দুর্নীতি, দলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় শানিত একটি দল। জাতির প্রয়োজনে এ দলটি জাতীয় ঐক্য গড়ে তোলে, আবার ন্যায্য দাবিতে বিরোধীতাও করে। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে এদল পুঁজিবাদি শোষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আবার বৈষম্যের বিরুদ্ধে সমতার লড়াই এগিয়ে নিয়ে যায়।  

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বরিশাল জেলা জাসদের সভাপতি এড. আবদুল হাই মাহবুব, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. হোসেন, জাসদ উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ শরীফ, জাসদ উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য নুুরুল আবছার, মহানগর জাসদ নেতা মফিজুর রহমান, নৃপতি রঞ্জন বড়ুয়া, সেলিম চৌধুরী, একেএম সামশুদ্দিন, শহিদুল ইসলাম রিপন, স্বপন বড়ুয়া প্রমুখ। সভার আগে শিরীন আখতার এমপির নেতৃত্বে র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর