১ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৪৮

ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডে 'কালো কালি' লাগাচ্ছে চসিক

অনলাইন ডেস্ক

ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডে 'কালো কালি' লাগাচ্ছে চসিক

সংগৃহীত ছবি

শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসের প্রথম দিনেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকে (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  

আজ মঙ্গলবার দুপুরে কাজীর দেউড়ি মোড়ে আদালত পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি জানান, নামফলকে বাংলার ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জানুয়ারিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে আমরা অভিযান শুরু করেছি। 

তিনি আরও জানান, প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চসিকের কর্মীদের ওই নামফলকে রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।  


বিডি-প্রতিদিন/এ এস টি 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর