২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৪৭

এসিড নিক্ষেপের ঘটনায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এসিড নিক্ষেপের ঘটনায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

চট্টগ্রামে তমাল চন্দ্র দে নামে এক যুবককে এসিড নিক্ষেপের ঘটনায় সুমিত ধর নামে আরেক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সুমিতের স্ত্রী মমিতা দত্ত এনিকে খালাস দিয়েছেন। রবিবার এ রায় প্রদান করেন চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, ‘তমাল চন্দ্র দে নামে এক যুবককে এসিড নিক্ষেপের মামলায় সুমিত ধর নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সাথে তার স্ত্রী মমিতা দত্ত এনিকে খালাস দিয়েছেন আদালত।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় হত্যার উদ্দেশ্যে তমাল চন্দ্র দে’র ওপর এসিড নিক্ষেপ করা হয়। তমাল চন্দ্র দে’র বাবা বাবুল চন্দ্র দে সুমিত ধর ও তার স্ত্রী মমিতা দত্ত এনির নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় ওই বছরের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন। ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর