শিরোনাম
১০ সেপ্টেম্বর, ২০২২ ১৮:০০

খেলায় হেরে বিজয়ীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খেলায় হেরে বিজয়ীদের ওপর হামলা

চট্টগ্রামে খেলায় হেরে বিজয়ী দলের খেলোয়াড় এবং সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। শনিবার দুপুরে জেলার মীরসরাই উপজেলার মীরসরাই স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ‘খেলা শেষে বাড়ি যাওয়ার পথে ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি পুলিশের কাছে।’

জানা যায়, মিরসরাই স্টেডিয়ামে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃবিদ্যালয় ও মাদরাসা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। হেরে যাওয়ার সাথে সাথে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সমর্থকরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর চড়াও হয়। এ সময় তারা রড, রামদা ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগে দলের খেলোয়াড় ও সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে খেলোয়াড়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর