১ নভেম্বর, ২০২২ ১৮:৩১

টাটার প্রতিনিধি দলের জিপিএইচ’র কারখানা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টাটার প্রতিনিধি দলের জিপিএইচ’র কারখানা পরিদর্শন

টাটার প্রতিনিধি দলের জিপিএইচ’র কারখানা পরিদর্শন

জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্জ ফার্নেস প্রযুক্তি প্ল্যান্ট পরিদর্শন করেছে ইস্পাত জায়ান্ট খ্যাত ভারতের টাটা স্টিলের প্রতিনিধি দল। মঙ্গলবার সীতাকুণ্ডের কুমিরাস্থ প্ল্যান পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের বিষয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘ভারতের টাটা স্টিল বিশ্বে ইস্পাত জায়ান্ট হিসেবে পরিচিত। তাদের মতো বিশ্ববিখ্যাত কোম্পানি আমাদের প্ল্যান্ট পরিদর্শন করেছে, এটা আমাদের জন্য গর্বের। দেশের জন্য গর্বের।’

এর আগে মঙ্গলবার সকালে জিপিএইচ ইস্পাতের প্রতিনিধি দলকে স্বাগত জানান আলমাস শিমুল। পরে প্রতিনিধি দল পুরো প্ল্যান্ট পরিদর্শন করেন। পরে তারা মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন টাটা স্টিলের হেড অব ইঞ্জিনিয়ারিং সন্তোষ কুমার মৌরয়া, সিনিয়র ম্যানেজার শ্যাম্পু কুমার, ত্রিদিপ মন্ডল, কৃষ্ণা মুরারি চৌবে, প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট স্টেফান ফেলনার, দিলিপ সরকার, ম্যানেজার পিটার কেইজার, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক শোভন মাহবুব শাহাবুদ্দীন, মাদানী এম ইমতিয়াজ হোসেন, মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান ও হেড অব প্ল্যান্ট এস এম সুমন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর