৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০১

ফসলি জমির টপসয়েল কেটে জরিমানা গুনলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফসলি জমির টপসয়েল কেটে জরিমানা গুনলেন ইউপি সদস্য

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরের শিয়ালবুক্কা এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদুল ইসলামসহ তিনজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম এ জরিমানা করেন।

ইউএনও বলেন, ইউপি সদস্য শাহেদুল ইসলাম সমন্বয়কারী হিসেবে রফিক উদ্দীনের জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছেন। জমির মাটি কেটে তা রাঙ্গামাটি কাউখালীর মিয়া কোম্পানির ইটভাটায় বিক্রি করেন। জমির দুটি স্থানে প্রায় ১৫ ফুট গভীরে মাটি কাটা হয়েছে। এই অপরাধে ইউপি সদস্য শাহেদসহ তিনজনের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর