১৭ এপ্রিল, ২০২৩ ১৯:৩৯

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: ইসলামী ফ্রন্ট প্রার্থীর ইশতেহার ঘোষনা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: ইসলামী ফ্রন্ট প্রার্থীর ইশতেহার ঘোষনা

ছবি- বাংলাদেশ প্রতিদিন

আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ আল্লামা আবদুস সামাদ ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচনী এ ইশতেহার ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মছিহুদ্দৌলা, আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, যুগ্ম-মহাসচিব আবদুর রহিম, আমান উল্লাহ আমান, রেজাউল করিম তালুকদার প্রমুখ।

ইসলামী ফ্রন্ট প্রার্থী ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে- অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নিমার্ণ বাস্তবায়ন করা, উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা, প্রতিটা ওয়ার্ডে একটি করে সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা, বিশেষায়িত পলিটেকনিক ইনস্ট্রিটিউট প্রতিষ্ঠা করা অন্যতম।

ইশতেহার ঘোষণার সময় অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের লোকজন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমরা সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচন প্রত্যাশা করছি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর