১৯ জুন, ২০২৩ ২১:৩৭

আমেরিকান হাসপাতাল এলাকা থেকে অনিবন্ধিত ৬ লাখ টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আমেরিকান হাসপাতাল এলাকা থেকে অনিবন্ধিত ৬ লাখ টাকার ওষুধ জব্দ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আমেরিকান হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে (আমেরিকান হাসপাতাল) অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম।

অভিযানে হাসপাতাল গেটের সামনের মা ফার্মেসি, মা মেডিকেয়ার এবং স্বাগতা ফার্মেসি থেকে চীন, ভারতসহ বিভিন্ন  দেশের প্রায় ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ এবং প্রতিটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তবে ফার্মেসির মালিকদের অভিযোগ, হাসপাতালের ডাক্তাররাই এসব অনিবন্ধিত ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন বলেন, জব্দকৃত ওষুধগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিবন্ধিত নয়। এগুলো কোনো ফার্মেসিতে বিক্রি করা যাবে না। কোনো ডাক্তার এগুলো প্রেসক্রাইভও করতে পারবেন না। কিন্তু এই সরকারি হাসপাতালের ডাক্তাররা কেন এসব ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন, তা বোধগম্য নয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর