২০ জুন, ২০২৩ ২০:১৯

‘অবকাঠামো উন্নয়নে নজর দিলেও শিক্ষাখাতে নজর নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘অবকাঠামো উন্নয়নে নজর দিলেও শিক্ষাখাতে নজর নেই’

সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু সেটি শিক্ষার মানোন্নয়নের চেয়ে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। পার্বত্য চট্টগ্রামের অনেক গ্রামের সরকারি স্কুলে মাত্র দুইজন শিক্ষক দিয়ে তাদের পাঠদান করানো হচ্ছে। সেখানে ব্যাপক শিক্ষক সংকট। সেদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নজর নেই। আছে শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকে।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষা ও  শিক্ষকের পেশাগত মান মর্যাদায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ, সংগ্রাম কমিটির আহ্বায়ক শিমুল কান্তি মহাজন, নগর সভাপতি নুরুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী ও উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর