শিরোনাম
২ আগস্ট, ২০২৩ ২০:১৮

চট্টগ্রামে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

চট্টগ্রামে জোয়ার ও প্রবল বর্ষণ একসঙ্গে হওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে কোথাও প্রখর রোদের ঝলকানিতে জোয়ারের পানি ওঠে। আবার কোনো কোনো নিম্নাঞ্চলে টানা বর্ষণে হাঁটু কিংবা কোমর পর্যন্ত পানি জমে যায়। ফলে নগরবাসীকে মুখোমুখি হতে হয় দুর্ভোগের।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (০২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৪৮ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। তাছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬১ দশমিক ৪ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়।   

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, এ বছর বর্ষা মৌসুমে বুধবার কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হল। এমন আবহাওয়া আরও কয়েক দিন থাকতে পারে।   

জানা যায়, বুধবারের বর্ষণে নগরের বেশ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। তাছাড়া আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, চাক্তাই-খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকার সড়কগুলোতে জোয়ারের পানি উঠে।

চকবাজারের বাসিন্দা সুমন আহসান বলেন, টানা কয়েক ঘণ্টার বর্ষণেই এখানে পানি ওঠে যায়। বৃষ্টি হলেও সমস্যা না হলেও সমস্যা।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর