৭ ডিসেম্বর, ২০২৩ ১৭:০২

খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সিভিল সার্জন মিলনায়তন কক্ষে  সিভিল সার্জন মো. সাবের এর সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।   

এ সময় সিভিল সার্জন মো. সাবের বলেন , সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে আগামী ১২ ডিসেম্বর ইপিআই কেন্দ্রসমূহে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১৪৯৮৫ জন শিশু একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৩১৩১ জন শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো হবে।

খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ১০টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ী ভাবে ৯৩৬টি কেন্দ্র থাকবে। মোট ১৮৯২ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  তিনি আরও বলেন, সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল আওতায় আনা তাদের লক্ষ্য। যাতে শিশুরা সুস্থ থাকতে পারে। শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোনো শিশুই যেন ঝরে না পড়ে। 

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক খাগড়াছড়ির চিত্র  স্লাইডে প্রর্দশন করেন ডা.  ইমতিয়াজ পারভেজ। এ  সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর