১৪ ডিসেম্বর, ২০২৩ ২১:৫৯

চট্টগ্রামে নানা আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নানা আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালন

চট্টগ্রামে নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধার সাথে স্বরণ করেছে শহিদ বুদ্ধিজীবীদের। এতে বক্তারা মুক্তিযুদ্ধে বাঙালি গণহত্যার অবিলম্বে আন্তর্জাতিক স্বীকৃতির জন‍্য জাতিসংঘের প্রতি দাবি জানান। আজ দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি প্রবীর কুমার রায়, পুলিশ অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত ইউনিট কমান্ডার একেএম সরোয়ার কামাল।

এছাড়াও চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় (অস্থায়ী) শহিদ মিনার চত্ত্বরে স্মরণানুষ্ঠান ও সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজ বিজ্ঞানী অধ‍্যাপক ড. অনুপম সেন। বক্তব্য রাখেন অধ্যাপক ড.সেকান্দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বেদারুল আলম চৌধুরী বেদার, অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের উদ্যোগে বৃহস্পতিবার সিইউজে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শহিদ উল আলম, মোস্তাক আহমদ, রিয়াজ হায়দার চৌধুরী, দেবদুলাল ভৌমিক, রুবেল খান, চৌধুরী ফরিদ, অনিন্দ্য টিটো, সরওয়ার কামাল ।

অপরদিকে পাহাড়তলী বধ্যভূমিতে বাসদের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ সময় বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, আহমদ জসীম, নাজিমউদ্দীন বাপ্পী, এডভোকেট মাহমুদ হাসান, নাজমুল হাসান, মিরাজ উদ্দিন, সদস্য অরুপ মহাজন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চৌধুরী ফরিদ, মহসিন কাজী, মঈনুদ্দিন কাদেরী শওকত, এম. নাসিরুল হক, নাজিম উদ্দিন শ্যামল।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর