১৬ ডিসেম্বর, ২০২৩ ২১:৩৩

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণিল আয়োজনের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। 

শনিবার সকাল থেকে দিনভর কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দিনটিকে ঘিরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠান আয়োজন করে।

প্রথম প্রহরে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে সশস্ত্র অভিবাদন প্রদানের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারে ফুল দিতে আসেন নানা শ্রেণিপেশার মানুষ। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, বয়স্করাও ফুল হাতে শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে যান। এ সময় শিশুদের হাতে জাতীয় পতাকা শোভা পায়। কারো কারো হাতে বিজয় দিবসের প্ল্যাকার্ড, পেস্টুন দেখা যায়। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।

এদিকে শনিবার সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিশু-কিশোর সংগঠন কুচকাওয়াজের পর শারীরিক কসরত প্রদর্শন করে।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অন্য নেতারা বক্তব্য দেন।

নগরীর লালদীঘিতে ছয়দফা মঞ্চে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতারা বক্তব্য দেন। এছাড়া দিনভর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর