২০ ডিসেম্বর, ২০২৩ ২১:৫৫

চট্টগ্রাম-১১ আসন: ভোটারদের খাবার বিতরণের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১১ আসন: ভোটারদের খাবার বিতরণের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফের তত্ত্বাবধানে তার অনুসারীদের বিরুদ্ধে ভোটারদের মাঝে খাবার বিতরণের অভিযোগ উঠেছে। 

বিষয়টিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের অনুসারিরা।

জানা গেছে, বুধবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নির্বাচনী আসনের নেভী হাসপাতাল গেটের পাশে আলিশা পাড়াস্থ রেললাইন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে খাবার বিতরণ করেছেন লতিফের অনুসারিরা। তাদের বিতরণ করা খাবারের প্যাকেটে নৌকার প্রার্থী এম এ লতিফের ছবি ছিলো। প্যাকেটের গায়ে ছিলো ‘এমপি ফুড’।

জিয়াউল হক সুমনের প্রচার সেল থেকে দাবি করা হয়েছে, ‘আনুষ্ঠানিক প্রচার প্রচারণার মধ্যে এভাবে প্রার্থীর ছবি দিয়ে রঙ্গিন প্যাকেটে খাবার বিতরণ এক ধরণের প্রচারণা। এই কায়দায় প্রচারণা কোনোভাবেই নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার সাথে যায় না। এটা আচরণবিধি লঙ্ঘন।’

এ ব্যাপারে জানতে নৌকার প্রার্থী এম এ লতিফ এবং রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ফোন করলে তারা কেউ রিসিভ করেননি।

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর