চট্টগ্রামের সীতাকুণ্ডে একরাতে পৃথক ঘটনায় তিনজনকে হত্যা করা হয়েছে। তার মধ্যে একজনকে গুলি করে ও অপর দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন খুনের ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। রবিবার রাতে উপজেলার পশ্চিম লালানগর, সোনাইছড়ি ও জঙ্গল ছলিমপুর এলাকায় এসব হত্যার ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নুর মোস্তফা বজল (৫৫), তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। নাম অপর দুইজন হলেন ব্যবসায় মো. আলমগীর (৩৭) ও মো. ইমন (২৫)।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, পৃথক স্থানে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।স্থানীয় সূত্র জানা যায়, রবিবার রাতে উপজেলার লালানগর গ্রামে বিএনপি নেতা মোস্তফা বজলকে গুলি করে ডান হাতের কবজি কেটে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। এছাড়াও উপজেলার সোনাইছড়ি এলাকায় রাতে বাড়ি ফেরার পথে আলমগীর নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জঙ্গল ছলিমপুর এলাকায় মো. ইমন নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ইমন মারা যান।
বিডি প্রতিদিন/এএ