১৫ জানুয়ারি, ২০২৪ ২১:৪৬

শেখ হাসিনার সরকারকে ধাক্কা দেওয়ার হুমকি চূর্ণ করতে হবে: নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেখ হাসিনার সরকারকে ধাক্কা দেওয়ার হুমকি চূর্ণ করতে হবে: নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচন বানচাল করার করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলেছে। তারপরও দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপিসহ তাদের দু-একজন বিদেশি প্রভু যেসকল কল্পিত অভিযোগ করছেন তা ডাহা মিথ্যা। কেননা এই নির্বাচন ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যা পেলেও ষড়যন্ত্র থেমে নেই।’

সোমবার চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেভাবে জাতীয় নির্বাচন জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সফল করেছেন একইভাবে নতুন নির্বাচিত সরকারকে ধাক্কা দেওয়ার সকল দেশি-বিদেশি চক্রান্তের জাল চূর্ণ করার জন্য জনগণকেই দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি বারবার সরকার পতনের অযৌক্তিক আন্দোলনে ব্যর্থ হয়ে আবারো আন্দোলনের ভয় দেখাচ্ছে। এদের  মধ্যে যারা জ্বালাও পোড়াও করেছে, অগ্নি সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের অঙ্গিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। তাই কেউ ছাড় পাবে না, তাদেরকে শাস্তি পেতেই হবে।’

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের এমপি মহিউদ্দীন বাচ্চু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নোমান আল মাহমুদ, শফিক আদনান, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর