২৫ জানুয়ারি, ২০২৪ ১৮:৫৪

চট্টগ্রামে খোলা আকাশের নীচে চা সংরক্ষণ করায় এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে খোলা আকাশের নীচে চা সংরক্ষণ করায় এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুন্ডের বানুর বাজারে বাংলাদেশ ওয়্যার-হাউজ নামের একটা চা বিপণনকারী প্রতিষ্ঠানে গত প্রায় এক সপ্তাহ ধরে খোলা আকাশের নীচে ও বৃষ্টিতে ভিজিয়ে চা সংরক্ষণ করে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, সারাদেশের বিভিন্ন বাগানে উৎপাদিত তৈরি চা, বোর্ড অনুমোদিত ওয়্যার-হাউজে অত্যন্ত যত্ন সহকারে শুষ্ক পরিবেশে যথাযথ পরিস্কার-পরিচ্ছন্নতা মেনে সংরক্ষণ করার কঠোর নির্দেশনা আছে। কিন্তু বাংলাদেশ ওয়্যার-হাউজ নামের প্রতিষ্ঠানটি গত প্রায় এক সপ্তাহ ধরে খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভিজিয়ে চা সংরক্ষণ করে। বিষয়টি চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে প্রমাণ পায়। তাই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২৮ টন চা অত্যন্ত অবহেলার সঙ্গে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নীচে সংরক্ষণ করে এর গুণগত মান নষ্ট করায় কেন  লাইসেন্স বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানো হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর