শিরোনাম
৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৩১

চট্টগ্রামে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেন তারা। এরপর তা ঢাকাসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিক্রি করে আসছে। মালামাল পরিবহনের আড়ালে ছদ্মবেশে মাদক পাচার এখন তাদের পেশা। তবে এবার র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়ে কারাগারে দুই গাঁজা ব্যবসায়ী। তারা হলেন, বেলাল হোসেন ও শাহাদাত হোসেন বাবলু। 

সোমবার ফেনী পৌরসভা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১শ’ কেজি ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।

র‌্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ফেনী পৌরসভা এলাকায় চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে বাক্সের ভিতর রাখা ১শ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর