৬ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:২১

চট্টগ্রামে ৩০ চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ৩০ চাঁদাবাজ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চারটি স্পটে অভিযান চালিয়ে দুই ঘণ্টায় ৩০ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার র‌্যাব বিশেষ এ অভিযান পরিচালনা করে। নগরের কাপ্তাই রাস্তার মাথা, চান্দঁগাও বালুর টাল, পাহাড়তলী, এ কে খান মোড়, অক্সিজেন মোড়ে এ অভিযান পরিচালিত হয়।  এসময় তাদের কাছ থেকে ৪১ হাজার ৫৬৩ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অবৈধ উপায়ে চাঁদা উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সা। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারমধ্যে কাপ্তাই রাস্তার মাথায় রিয়াদ এবং বখতিয়ার উদ্দিন সিকদারের নেতৃত্বে চাঁদাবাজির সময় ১৩ জন, চান্দগাঁও থানার বালুর টাল এলাকায় ররুবেল ও মিজানের নেতৃত্বে চাঁদা আদায়কালে চারজনকে গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানা এলাকায় পেয়ার আহম্মেদের নেতৃত্বে, এ কে খান মোড় এলাকায় নারায়ন দে’র নেতৃত্বে, অক্সিজেন মোড়ে সোহেলের নেতৃত্বে গ্রেপ্তারকৃত ৩০ জন চাঁদাবাজি করে আসছে। গ্রেফতারকৃত ৩০ জনের মধ্যে ১০ জনের নামে হত্যা, চাঁদাবাজি ও চুরি-ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর