১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:১৮

চট্টগ্রামে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রসার চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ওই মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন। দণ্ডিত শিক্ষকের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

মামলার নথি মতে, ২০২০ সালের ১৯ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার ওই মাদ্রাসায় চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দীনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। পরবর্তীতে অভিযুক্ত নাছির দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৪ জুলাই নাছিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুুলিশ। ২০২২ সালের ২৫ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ পিপি জিকো বড়ুয়া জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত নাছিরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় নাছির আদালতে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর