২০ মার্চ, ২০২৪ ১৭:৩১

কয়েদির আত্মহত্যা : তিনজন বরখাস্ত, তিন জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কয়েদির আত্মহত্যা : তিনজন বরখাস্ত, তিন জনের বিরুদ্ধে মামলা

আদালতের প্রতীকী ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম নেওয়াজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় তিন কারারক্ষিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- এরশাদ উল্লাহ, হাবিবুর রহমান এবং আল আমিন। এছাড়া প্রধান কারারক্ষী মো জসিম, সহকারী প্রধান কারারক্ষী আবদুল লতিফ এবং কারারক্ষী মাসুদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন কারাগারের একাধিক কর্মকর্তা।

কারাগারে একাধিক সূত্র জানা যায়, ইব্রাহিম নেওয়াজের আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এরইমধ্যে চার সদস্যের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম নেওয়াজ। তিনি রাঙামাটি সদর উপজেলার আলম ডক এলাকার আলী নেওয়াজের ছেলে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর