২৪ মার্চ, ২০২৪ ১৬:৫৬

রেলওয়ে পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলওয়ে পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতীকী ছবি

ঈদ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুর ২টা থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবারও গত বছরের মত টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনে ৭ হাজার ৭১৫টি আসনের টিকিট বিক্রি হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল ঈদ ধরে টিকিট বিক্রি করা হয়। রবিবার দেওয়া হয়েছে আগামী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। ৪ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়েছে। এরপর দুপুর ২টার পর থেকে চট্টগ্রামে টিকিট বিক্রি শুরু হয়। রুটিন অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি চলবে।  

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর