চট্টগ্রামে দুই চিকিৎসককে মারধরের প্রতিবাদে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা।
গতকাল সোমবার বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান এ তথ্য জানান। এর আগে গত ১৮ এপ্রিল চিকিৎসককে মারধরের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন থেকেও এমন ঘোষণা দেয়া হয়েছিল। তাছাড়া, গত শনিবারও সরকারি-বেসরকারি হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।
ডা. মুজিবুল হক খান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ থাকবে। একই সঙ্গে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে। তবে জরুরি রোগী ও আগে থেকে হাসপাতালে ভর্তি রোগীদের সেবা চলমান থাকবে।তিনি বলেন, চিকিৎসকরা বার বার হামলার শিকার হচ্ছেন। আমরা চাই না, আর কোনো সহকর্মী এমন ঘটনার শিকার হোক। দুই চিকিৎসককে হামলার ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশ (২৯) ওপর এ হামলা করে দুর্বৃত্তরা। এর দুই দিন পর ১৪ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে স্বজনদের হামলার শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু।
বিডি প্রতিদিন/হিমেল