২৯ এপ্রিল, ২০২৪ ২২:৩৭

‘স্থানীয় সরকার নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘স্থানীয় সরকার নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, স্বাধীনতার সকল অর্জন আওয়ামী লীগ সরকার ম্লান করে দিয়েছে। জনগণের অধিকার হরণ করে তারা স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র আজ নির্বাসিত। অবৈধ এ সরকারের সকল নির্বাচন অতীতে জনগণ প্রত্যাখান করেছে। আসন্ন উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।  

সোমবার নগরীর কাজীর দেউরী দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যৌথসভায় তিনি এসব কথা বলেন।

উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার ও ভিপি হারুনুর রশীদ।

শামীম বলেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন জনগণ কাদের ভোট দেয়। আওয়ামী লীগতো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছে, এখন স্থানীয় নির্বাচন দিয়ে কী করবে। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সে নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ। তাই সাজানো নির্বাচন বন্ধ করুন।

সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব সালাহউদ্দীন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সারোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, সদস্য এডভোকেট আবু তাহের, অধ্যাপক আজম খান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কতুব উদ্দীন বাহার, আবু আহমেদ হাসনাত, সেলিম চেয়ারম্যান, রিপন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন প্রমূখ।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর