৩০ এপ্রিল, ২০২৪ ১২:৫০

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘আগামী ৮ মে চট্টগ্রামের সন্ধীপ, মিরসরাই ও সীতাকুণ্ডে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হবে।’ 

সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচনে প্রত্যেক প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ জাল ভোট দিতে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা চ্যালেঞ্জ করতে হবে। তাদের নিরাপত্তা আমরা দেব। গত সংসদ নির্বাচনে জাল ভোট দেয়ার অপরাধে জেল দেয়া হয়েছে। জাল ভোট প্রদান, কেন্দ্র দখল বা অন্যান্য অজুহাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কেউ কোন ধরণের গুজব ছড়ালে ছাড় নেই।’

ফখরুজ্জামান বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সবর্দা আপনাদের পাশে থাকবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। আচরণবিধি মেনেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে হবে। আচরণবিধি পর্যবেক্ষণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কিছু নেই। প্রার্থীরা যদি মনে করেন আছে, তাহলে তালিকা দিলে যাচাই-বাছাই করে দেখবো, আশঙ্কার জায়গা থাকবে না।’

জেলা প্রশাসক বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো না থকায় সন্ধীপে নির্বাচনের আগের দিন ব্যালট পেপার পাঠাবো। অন্যান্য উপজেলার কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে ভোটগ্রহণের আগে ব্যালট পেপার পাঠানো হবে। এ নির্বাচনে কোন ধরনের অনিয়ম গ্রহণযোগ্য হবে না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনের স্বপক্ষে থেকে যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে এবং বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।’

এ সময় অন্যদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, ডিজিএফআই’র উপপরিচালক মোহাম্মদ ইফতেখার, আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট সাইফুল্লাহ হাবীব, সিএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার অতনু চাকমা, র‌্যাবের এএসপি মোজাফফর হোসেনসহ বিভিন্ন উপজেলার ইউএনও, ওসি এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর