২ মে, ২০২৪ ১৬:৪৫

সমন্বয়হীনতা এড়িয়ে একযোগে কাজ করবে চসিক-সিডিএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সমন্বয়হীনতা এড়িয়ে একযোগে কাজ করবে চসিক-সিডিএ

চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সমন্বয়হীনতা এড়িয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠান দু’টির শীর্ষ দুই কর্তা।

বুধবার জাপান সফর শেষে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এ সময় দু’জনই চট্টগ্রামকে এগিয়ে নিতে একযোগে কাজ করার ঘোষণা দেন।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চসিক এবং সিডিএ’কে যৌথভাবে কাজ করতে হবে। বিশেষ করে নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে হলে প্রতিষ্ঠান দু’টির সমন্বয়ের বিকল্প নেই। এছাড়া সিডিএ যে খাল খনন প্রকল্প করছে তা যথাযথ ব্যবস্থাপনার আওতায় আসলে নগরীর মশাও কমবে। খাল খননের মাধ্যমে নগরীর স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা থেকে শুরু করে নান্দনিক চট্টগ্রাম নির্মাণ প্রতিটি কাজে আমরা একযোগে কাজ করব। বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করতে দু’জন একসাথে লড়েছি। এবার আমাদের লড়াই চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার।

সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখব। চসিক এবং সিডিএ’র মধ্যে কোনো দূরত্ব থাকবে না, সমন্বয়হীনতা থাকবে না। আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে একত্রে লড়েছি। দু’জনের অভিজ্ঞতা ও আন্তরিকতায় চট্টগ্রাম এগিয়ে যাবে।

এ সময় চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ছালেহ আহম্মদ চৌধুরী, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত বেলাল, নুরুল আলম মিয়া, ওয়াসিম উদ্দিন চৌধুরী, পুলক খাস্তগীর, এসরারুল হক, আতাউল্লা চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর