৬ মে, ২০২৪ ১৯:৫৩

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

চট্টগ্রাম নগরীর গণি বেকারী এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার মহসিন কলেজ ও চকবাজার থানা ছাত্রলীগের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলেজ ছাত্রলীগের ১০ জন ও থানা ছাত্রলীগের তিনজন নেতাকর্মী রয়েছে বলে দাবি করেছে উভয়পক্ষ।

চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দীন আকবর বলেন, মহসিন কলেজের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। উভয়পক্ষের কেউ থানায় কোন অভিযোগ করেনি।

মহসিন কলেজে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দীন মামুন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করি। এরপর কলেজ থেকে পদযাত্রা নিয়ে বের হয়ে ঘুরে এসে পুনরায় কলেজের প্রধান ফটকে জড়ো হই। হঠাৎ চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদের নেতৃত্বে এলাকার লোকজন আমাদের ওপর হামলা করা হয়েছে। জাহেদ সন্দ্বীপের ছাত্রদলের ক্যাডার। শহরে এসে খোলস পাল্টিয়ে এখন ছাত্রলীগের নামে অপকর্ম করছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর