১০ মে, ২০২৪ ১৯:৫২

মাছ কিনে কোটি টাকা বাকি রেখে পলাতক, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাছ কিনে কোটি টাকা বাকি রেখে পলাতক, অতঃপর...

চট্টগ্রামে বাকিতে মাছ কিনে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, আল আমিন নোমান (৩৯) ও কাউছার আহমেদ সাগর (৩৫)।

সদরঘাট থানার ওসি ফেরদৌস জাহান বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগে নোমান ও সাগরকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন দেশের বাইরে পলাতক রয়েছে বলে জানতে পেরেছি। গ্রেফতার দুইজন ওই প্রতিষ্ঠান দেখাশোনা করেন এবং ইসমাইলের নিকটাত্মীয়।

পুলিশ জানায়, ইসমাইল হোসেনের মালিকানাধীন এন এন ফিশ নামে একটি প্রতিষ্ঠানে নোমান ও সাগর কমিশনে ব্যবসা দেখাশোনা করতেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত থেকে আট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকার মাছ কেনেন ইসমাইল। এরপর তিনি গা ঢাকা দেন। পরে ব্যবসায়ীরা নোমান ও সাগরের কাছে পাওনা টাকা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানান। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর