১৩ মে, ২০২৪ ২১:০৬

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘন, দুইজনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘন, দুইজনকে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৪ মে) দুজনকে সশরীরে উপস্থিত হয়ে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ফটিকছটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘তারা দুজন নির্বাচনী বিধি উপেক্ষা করেছেন। এটি উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ বিধিমালার পরিপন্থী। তাই তাদের দুইজনকে সশরীরে হাজির হয়ে বিধি লঙ্ঘনের বিষয়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’

জানা গেছে, গত ৯ এপ্রিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য দেন। তিনি ওই প্রতীকের পক্ষে ভোট না দিলে ভোটারদের ‘মীর জাফর’ বলা হবে বলে উল্লেখ করেন। বিষয়টি নির্বাচনী আচরণ বিধি ১৮ (ক) এর লংঘন। এছাড়া গত ১১ মে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ফেসবুকে পোস্ট দেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন। যা আচরণ বিধিমালা এর ৫ (ক) এর উপবিধি লংঘন করেছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে এইচ এম আবু তৈয়বকে ফোন করলে তিনি রিসিভ করেননি। তবে মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, ‘জনগনের মুখপাত্র হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করেছি। এতে বিধিলঙ্ঘন হয়েছে কিনা ভেবে দেখিনি।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর