১৫ মে, ২০২৪ ১৭:২৯

প্রধানমন্ত্রীর আস্থার সার্থকতা প্রমাণই লক্ষ্য : সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

প্রধানমন্ত্রীর আস্থার সার্থকতা প্রমাণই লক্ষ্য : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেছেন, মাঠের কর্মীদের মূল্যায়নে প্রধানমন্ত্রীর আস্থার সার্থকতা প্রমাণই লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে পরিবেশবান্ধব গণসম্পৃক্ত উন্নয়ন দর্শন ধারণ করে সিডিএকে এগিয়ে নেয়ার জন্য মুজিবাদর্শের সকল নেতাকর্মীকেই বাসযোগ্য নগরী গড়ার কাজে সচেতনতা তৈরিসহ বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

চউক মিলনায়তনে নগরীর বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় সচিব ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, সেকান্দার আজম, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমানর টিপু, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, মোঃ লোকমান, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সাজাদ আলী জুয়েল, কাজী মোঃ আরিফ, মো. এমরান, কেএম শরীফ, সারোয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজিব, ইয়াছিন আরাফাত, রমজান আলী, আবু নাছের জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর