১৯ মে, ২০২৪ ১৭:০৭

চট্টগ্রামে বজ্রপাতে এক ব্যক্তি ও দুই গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বজ্রপাতে এক ব্যক্তি ও দুই গরুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে দ্বগ্ধ হয়ে এক ব্যক্তি ও দুটি গরুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফটিকছড়ির মুহাম্মদ সামশুল আলম (৩৫) দ্বগ্ধ হওয়ার পর ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (১৮ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

অন্যদিকে রবিবার (১৯ মে) বেলা ১১টার দিকে রাউজানের পূর্বগুজরা ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা গেছে।

জানা গেছে, ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের বাসিন্দা সামশুল গত ৬ মে ভূজপুর থানার পাশে বজ্রপাতে দগ্ধ হন। বজ্রপাতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

অন্যদিকে, রবিবার বেলা ১১টার দিকে রাউজানের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে বজ্রপাতে কৃষক শামসুল আলমের (৫৯) দুটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত শামসুল আলম জানান, সকালে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে জমিতে বেঁধে আসেন তিনি। কিছুক্ষণ পর প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে গরু দুটি আনতে চেয়েও বজ্রপাতের কারণে বের হতে পারেননি। বৃষ্টি থামার পর সেখানে গিয়ে দেখেন গরুগুলো মারা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর