৪ জুন, ২০২৪ ১৬:০২

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার অভিজাত লাজফার্মাকে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগ্রাবাদ সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। আসামিদের অপরাধ স্বীকারের ভিত্তিতে লাজফার্মাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে লাজফার্মায় শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের ওজন-পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজ-প্রমাণ দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপরাধের বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বীকার করেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর