১১ জুন, ২০২৪ ১৯:৫৮

দুই খালে ভেসে গেলো ৪ জন, একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দুই খালে ভেসে গেলো ৪ জন, একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের পৃথক দুই স্থানে খালে ডুবে চার জন নিখোঁজ হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার নগরীর ফিশারীঘাট ও সোমবার রাঙ্গুনিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। তবে ফিশারীঘাটে নিহত দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভাসমান শিশু।

জানা যায়, নগরীর ফিশারিঘাটের স্লুইস গেইট এলাকা গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় এক শিশু। এসময় তাকে বাঁচাতে আরেক শিশু ছুটে গেলে সেও ভেসে যায় পানির স্রোতে। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন।

লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

অপরদিকে রাঙ্গুনিয়া উপজেলার শিয়ালবুক্ক খাল পার হওয়ার সময় ভেসে গেছেন নানি-নাতি। মঙ্গলবার বিকেলে  দক্ষিণ খন্ডলিয়াপাড়া ইছামতী খাল থেকে নাতি মোহাম্মদ ইসমাইলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন নানি রোকেয়া বেগম (৫০)। তিনি শিয়ালবুক্কা গ্রামের আবদুল জলীলের স্ত্রী।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, সোমবার নাতি ও নানি নিখোঁজ হয়েছিলেন। খবর পেয়ে তাদের উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করা হলেও তাদের পাওয়া যায়নি। মঙ্গলবার নিখোঁজ শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর