১২ জুন, ২০২৪ ০৭:১৯

কেএনএফ'র ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কেএনএফ'র ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

ফাইল ছবি

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর গ্রেফতারকৃত ৩১ সদস্যকে বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়। এর মধ্যে ১৬ জন নারী এবং ১৫ জন পুরুষ। ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগে থেকেই কেএনএফের আরও ১৬ জন সদস্য ছিল। এর মধ্যে একজন নারী এবং ১৫ জন পুরুষ। সব মিলে বর্তমানে কেএনএফ এর ৪৭ সদস্য চট্টগ্রাম কারাগারে আছেন।          

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, কেএনএফ সদস্যের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর তাদের বান্দরবান জেলা কারাগারে রাখা হয়। সেখান থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।   


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর