১৯ জুন, ২০২৪ ১৮:৫৮

চট্টগ্রামে সাতজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সাতজনের অস্বাভাবিক মৃত্যু

প্রতীকী ছবি

ঈদের ছুটি চলাকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার ও মঙ্গলবার এ ঘটনাগুলো ঘটে। কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, মঙ্গলবার বিকেলে মইজ্জ্যারটেক এলাকায় বন্ধুদের নিয়ে খেলছিলেন মো আরাফাত। দুর্ঘটনাবশত গোলবারের রড তার পেটের মধ্যে ঢুকে যায়। এতে আরাফাতের মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ার ধনার পাড়া মসজিদে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় মো রিয়াদ।

পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, মঙ্গলবার ভোর রাতে উপজেলার বখতপুর ইউনিয়নের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে হালিমা বেগম নামে এক বৃদ্ধার। আগুনে সাতটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফটিকছড়ি থানার ওসি মীর মো নুরুল হুদা বলেন, মঙ্গলবার দুপুরে ছাদে আটকে পড়া বল আনতে গিয়ে মৃত্যু হয়েছে সালাউদ্দিন তাসিন নামে এক স্কুলছাত্রের। ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ঈদুল আজহার রাতে দক্ষিণ নিশ্চিতপুর গ্রামে একটি মহিষ তান্ডব চালায়। এ সময় মহিষের আঘাতে মীর আহমদ নামে এক বৃদ্ধ মারা যান।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে আত্মহত্যা করেছেন মিছবাউল জান্নাত ফারিন নামে এক গৃহবধূ। নিহত গৃহবধূ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার মো আরাফাতের স্ত্রী। সোমবার রাতে হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন সাহা নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর