২১ জুন, ২০২৪ ০৪:১৬

যারা অনৈক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তারা দুর্দিনে ছিলেন না: নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যারা অনৈক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তারা দুর্দিনে ছিলেন না: নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, যারা সংগঠনের মধ্যে বিভেদ, বিভাজন ও অনৈক্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে তারা কখনো দুর্দিনে আওয়ামী লীগের সাথে ছিলেন না। এখনো যারা বিভিন্ন স্তরে নেতৃত্বে আছেন তাদের মধ্যে প্রায় প্রত্যেকে আওয়ামী লীগের দুঃসময়ের সাথী। যারা নতুন নেতৃত্বে এসেছে তাদেরকে যাচাই বাছাই করে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নেতৃত্বের আসনে বসানো হয়েছে। এক্ষেত্রে নতুন করে কোন প্রশ্ন বা বিতর্ক সৃষ্টির অবকাশ নেই। বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
 
তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সব সময় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও প্রস্তাবনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চলমান রেখেছে এক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটেনি। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃত্ব ইতিপূর্বে স্বীকার করেছেন যে, সারা দেশের জেলা পর্যায়ের আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর অবস্থান সবচেয়ে বেশি শক্তিশালী।
 
বর্ধিত সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নোমান আলম মাহমুদ। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, একেএম বেলায়েত হোসেন, সফর আলী, শেখ মাহমুদ ইছহাক প্রমুখ। 
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর