২৪ জুন, ২০২৪ ২০:২৩

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি থানার অস্ত্র মামলায় আবুল খায়ের নামে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার চট্টগ্রামের ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ মঞ্জুর হোসেনের আদালত এই রায় দেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবুল খায়েরকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় কারাদণ্ড এক সঙ্গে চলবে। আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, আসামি আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে ২টি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। ফটিকছড়ি থানার মামলা নম্বর ৭(৫)০২। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে আদালত অভিযোগগঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ পত্রে ১০ জন স্বাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর