২৭ জুন, ২০২৪ ১৬:৩০

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দারখীলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দ্রুতগতির ট্রেনটি পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে গোবিন্দারখীল এলাকায় এক বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিলাটি পাশের একটি ভাড়া বাসায় মেয়ের কাছে বেড়াতে এসেছেন। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।


বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর