২৮ জুন, ২০২৪ ০৪:৩৭

চট্টগ্রামে চিকিৎসক হত্যায় আরেকজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চিকিৎসক হত্যায় আরেকজন কারাগারে

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ কলোনিতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় ইউসুফ বাবু নামে এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালত এই আদেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রাসেল সরকার বলেন, চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় ১০ নম্বর আসামি ইউসুফ বাবু উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

এর আগে, গত বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে একই মামলার আসামি চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

বৃহস্পতিবার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর