শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৬:৫৭

সীতাকুণ্ডে বাস উল্টে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সীতাকুণ্ডে বাস উল্টে নারীর মৃত্যু

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড ফকিরহাট এলাকায় রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর স্বপ্না রানী (৪৯)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, একটি বাস রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে আসার পর এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর