শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৭:৫৭

চট্টগ্রামে মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে মদসহ গ্রেফতার ২

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা ও বোয়ালখালী উপজেলা থেকে মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কামাল উদ্দিনের পুত্র আমির হোসেন (২৮) ও পটিয়ার কেলিশহর ইউনিয়নের মইতলা ইউছুপ মাস্টার বাড়ির মৃত শামসুল আলমের পুত্র খোরশেদ আলম (৪৩)। শনিবার পৃথক দুই উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বারশতের গোবাদিয়া এলাকায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ চালককে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, কানুনগোপাড়া-পটিয়া সড়কের মুকুন্দরাম হাট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ২০০ লিটার চোলাই মদ নিয়ে যাওয়ার সময় ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। অটোরিকশা ও মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর