শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৮:০৫

নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় নিখোঁজের চারদিন পর সুলতান আহমদ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ছোট কুমিরা বাজারের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু সুলতান আহমদ ছোট কুমিরা এলাকার মাছ বিক্রেতা মো. সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশুটির বাবা মো. সাহাব উদ্দিন ছোট কুমিরা বাজারে মাছ বিক্রি করতে আসার সময় ছেলেকে সাথে নিয়ে আসেন। ছেলেকে পাশে বসিয়ে রেখে তিনি মাছ বিক্রিতে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। বাবা ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও পায়নি। ছোট কুমিরার পাশের একটি ডোবার পাশ দিয়ে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় এক ব্যক্তি শিশুটিকে ডোবায় ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এএসআই ছালেহ আহমদ বলেন, লাশ উদ্ধার করার পর শিশুর পরিবারকে হস্তান্তর করা হয়েছে।  

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর