শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৯:৫০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

চট্টগ্রামের সাতকানিয়ার দুই তরুণ সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মনছুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন, সাতকানিয়ার মাদার্শার মোহাম্মদ মহিউদ্দিন (২৯) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)।

স্থানীয়রা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমাদের ইউনিয়নের দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর