১ জুলাই, ২০২৪ ১৭:১৬

মিরসরাইয়ে বাড়ির আঙিনা থেকে অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিরসরাইয়ে বাড়ির আঙিনা থেকে অজগর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নে একটি বাড়ির আঙিনা থেকে প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। 

রবিবার (৩০ জুন) দিবাগত রাতে তারা সাপটি উদ্ধার করেন। পরে সাপটি স্থানীয় পাহাড়ে অবমুক্ত করা হয়।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ জানান, রবিবার রাতে দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের একটি বাড়ির আঙিনার পাশে জালি তারে আটকে থাকা অবস্থায় আচমকা সাপটিকে দেখতে পান বাড়ির বাসিন্দারা। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মীরা গিয়ে সাপটি উদ্ধার করে। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সাপটিকে রাতেই মহামায়া ইকোপার্কের পাহাড়ী বনে অবমুক্ত করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর